আর্ন্তজাতিক ডেস্ক: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় গতকাল বুধবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত কয়েকদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় তার। ভ্যাটিকান সিটি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার জন্য পোপকে আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকবেন। বেশ কিছুদিন ধরেই শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার।
হাসপাতালের একজন মুখপাত্র মাত্তেও ব্রুনি এক বিবৃতিতে জানিয়েছেন, ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।