আর্ন্তজাতিক ডেস্ক: কভিড কড়াকড়ি নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে চীনের বেইজিং, সাংহাইয়ের মতো প্রধান শহরগুলোর রাস্তায় অবস্থান নিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
প্রতিবাদকারীদের মুখে শোনা যাচ্ছে কঠোর কভিড লকডাউনের অবসান ছাড়াও রাজনৈতিক স্বাধীনতার দাবি।
এদিকে যুক্তরাষ্ট্র চীনা প্রতিবাদকারীদের পক্ষ সমর্থন করে তাদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।
কয়েক দশকের মধ্যে এবারই প্রথম এত বড় বিক্ষোভ দেখছে চীন।
প্রতিবাদকারীদের নিজেদের মাথার ওপর সাদা কাগজ তুলে ধরে রাখতে দেখা গেছে।
জানা গেছে, সোমবার রাতে আরো প্রতিবাদ হওয়ার কথা থাকলেও পরে তা আর বাস্তবে রূপ নেয়নি। এএফপির সাংবাদিক জানান, বেইজিং ও সাংহাইয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় শত শত পুলিশের গাড়ি ও পুলিশকর্মী দেখা গেছে।
এরই মধ্যে প্রতিবাদে অংশ নেওয়া অনেক ব্যক্তি জানিয়েছে, পুলিশের কাছ থেকে তারা ফোন কল পেয়েছে। তাদের নিজ নিজ গতিবিধির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে।
গত সপ্তাহে চীনের শিনজিয়াং প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত উরুমকিতে এক প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পরই লকডাউন নিয়ে ফুঁসে ওঠে জনসাধারণ। ক্রমে দেশের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসতে দেখা যায় তাদের।
প্রতিবাদকারীদের দাবি, উরুমকিতে লকডাউনের কারণে অগ্নিকাণ্ডকবলিতদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে। সূত্র : এএফপি, বিবিসি, রয়টার্স