আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধার করার পথে। এমন প্রেক্ষাপটে কেভিন ম্যাকার্থি কংগ্রেসে নতুন স্পিকার হওয়ার জন্য দলের মনোনয়ন জিতেছেন।

মঙ্গলবার এক রুদ্ধদ্বার ভোটে ম্যাকার্থি প্রতিনিধি পরিষদের নেতৃত্বের লড়াইয়ে নেমে ১৮৮ ভোট পান।

ম্যাকার্থিকে স্পিকার হওয়া নিশ্চিত করতে জানুয়ারিতে পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোট (২১৮টি) জিততে হবে।

 

জয়ী হলে তিনি ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।

 

প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটরা ইতিমধ্যেই উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কেভিন ম্যাকার্থি ২০০৭ সাল থেকে প্রতিনিধি পরিষদে অঙ্গরাজ্যের একটি রিপাবলিকান ঘাঁটি থেকে নির্বাচিত হয়ে আসছেন।

প্রতিনিধি পরিষদের কিছু গুরুত্বপূর্ণ লড়াইয়ে এখনো ভোট গণনা করা হচ্ছে। রিপাবলিকানরা সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করা হচ্ছে। এটি অনেকের ভবিষ্যদ্বাণী করা ‘লাল জোয়ার’ থেকে অনেক কম। সূত্র : বিবিসি