আর্ন্তজাতিক ডেস্ক: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল রবিবার হাজার হাজার মানুষ ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় নেমেছে। দেশটির তেল শোধনাগারগুলোতে উচ্চ মজুরির দাবিতে কর্মীরা কয়েক সপ্তাহ ধরেই ধর্মঘট পালন করছেন। এমন পরিস্থিতে এবার মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

প্যারিসের মিছিলে কট্টর বামপন্থী দল লা ফ্রান্স ইনসুমিসের নেতা জিন-লুক মেলেনচন মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন।

 

এ সময় মিছিলে অংশ নিয়েছেন চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া লেখক আনি এরনো।

 

মেলেনচন চারটি শ্রমিক ইউনিয়নের পদাঙ্ক অনুসরণ করে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানা যায়। সরকার কিছু তেল শোধনাগার শ্রমিকদের রিকুইজিশন করার নির্দেশ দেওয়ার পর চারটি শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের অধিকার রক্ষায় বিক্ষোভের ডাক দেয়।

অন্যদিকে ফ্রান্সের বাজেট মন্ত্রী গ্যাবরিয়েল আটাল বলেছেন, বামপন্থী দল বর্তমান পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ফরাসি পারমাণবিক প্লান্ট এবং তেল শোধনাগারগুলোতে চলমান ধর্মঘট তারই ইঙ্গিত দেয়।

ফরাসি রেডিও স্টেশন ইউরোপ-১-এ তিনি বলেছেন, ‘আজকের মিছিল হলো যারা দেশকে অবরুদ্ধ করতে চায় তাদের মিছিল। ’ 

সূত্র : ইউরো নিউজ