আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট স্বীকার করেছেন, গত মাসে তার পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেং ঘোষিত কর কমানোর সংক্ষিপ্ত বাজেটে ‘ভুল’ ছিল।

শনিবার বিবিসিকে জেরেমি হান্ট বলেন, এখন ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়া দরকার। কিছু ক্ষেত্রে কর বাড়ানোর সম্ভাবনা আছে। তবে মানুষের ব্যয় খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।

 

সরকারি বিভাগগুলো কৃচ্ছ্রসাধনে ইচ্ছুক বলেও জানান তিনি।

 

নতুন অর্থমন্ত্রী এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সুযোগ সুবিধা বাড়ানোর যে প্রতিশ্রুতি বরিস জনসন দিয়েছিলেন সে বিষয়েও মন্তব্য করেননি তিনি। তবে জানিয়েছেন, মূল্যস্ফীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনের প্রতি তিনি সচেতন।

বরিস জনসনের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসও তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন। এক মাসের মধ্যেই লেবার দলের নেতা  কেয়ার স্টারমার ট্রাসের বিরুদ্ধে অর্থনীতিতে ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ সৃষ্টির অভিযোগ করেছেন। বিরোধীরা সরকার ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে নিয়োগের মাত্র ৩৭ দিনের মধ্যে গত শুক্রবার বরখাস্ত করা হয় অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে। সূত্র: বিবিসি।