সরকারে সেনাবাহিনীর সদস্যদের ভূমিকা আরও বাড়িয়ে ইন্দোনেশিয়ায় একটি আইন পাস হয়েছে। তীব্র সমালোচনার মধ্যেই দেশটিতে বিতর্কিত আইনটি সংসদে পাস হয়েছে। বলা হচ্ছে, এতে বেসামিরক ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকা আরও বাড়বে।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর জোটের উদ্যোগে সশস্ত্র বাহিনী আইন সংশোধনের লক্ষ্য হলো দেশটিতে সামরিক বাহিনীর কর্যক্রম আরও বাড়ানো।

 

এই সংশোধনীর সমালোচনা করেছে দেশটির বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপ। তাদের দাবি, এটি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সোহার্তোর সেই কঠোর যুগকে ফিরিয়ে আনতে পারে। যখন সামরিক কর্মকর্তারা বেসামরিক বিষয়ে আধিপত্য বিস্তার করতেন।

তাছাড়া মানবাধিকার গোষ্ঠীগুলোও জনসাধারণের কাজে সামরিক বাহিনীর সম্পৃক্ততা বৃদ্ধির পদক্ষেপের সমালোচনা করেছে। কারণ তারা আশঙ্কা করছে যে এর ফলে ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক কর্মীদের রাজনৈতিক দায়মুক্তি হতে পারে।

 

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বেশ কয়েকটি গণতন্ত্রপন্থি দল বিক্ষোভ করার কথা জানিয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদ ভবনের পিছনের গেটে কয়েকজন শিক্ষার্থী ক্যাম্প স্থাপন করে। পরে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

 

প্রেসিডেন্ট সুবিয়ান্তো অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সোহার্তোর অধীনে একজন বিশেষ বাহিনীর কমান্ডার ছিলেন।