হোয়াইট হাউস গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিয়ে কাজ করছে। তবে এখনো এটি অর্জিত হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রবিবার এনবিসিকে এ কথা বলেছেন। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আঞ্চলিক নেতারা আলোচনা করতে মিলিত হলেও সংঘর্ষ চলছে।
সুলিভান সাংবাদিকদের বলেন, ‘আমরা সক্রিয়ভাবে এটি (চুক্তি) বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে গভীরভাবে জড়িত এবং আজও এই বিষয় নিয়ে কাজ চলছে।’
তিনি আরো বলেন, ‘এখনো সেখানে (চুক্তিতে) পৌঁছনো হয়নি, তবে আমাদের আশা, আমরা একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি করতে পারব।’
সুলিভানের এই মন্তব্য লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল হামলা করার পর এলো।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জেরুজালেমে রবিবার বলেছেন, ‘এমন কিছু সংকেত রয়েছে’, যা ইঙ্গিত দেয়, গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি বাস্তবায়িত হতে পারে।
তবে সার এ-ও বলেছেন, হামাসকে গাজায় শাসন করতে দেওয়ার সুযোগ ‘অবশ্যই দেওয়া হবে না’।
সূত্র : এএফপি