NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

গাজায় যুদ্ধবিরতি চুক্তি করার কাজ চলছে : হোয়াইট হাউস


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৮ পিএম

গাজায় যুদ্ধবিরতি চুক্তি করার কাজ চলছে : হোয়াইট হাউস

হোয়াইট হাউস গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিয়ে কাজ করছে। তবে এখনো এটি অর্জিত হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রবিবার এনবিসিকে এ কথা বলেছেন। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আঞ্চলিক নেতারা আলোচনা করতে মিলিত হলেও সংঘর্ষ চলছে।

 

সুলিভান সাংবাদিকদের বলেন, ‘আমরা সক্রিয়ভাবে এটি (চুক্তি) বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে গভীরভাবে জড়িত এবং আজও এই বিষয় নিয়ে কাজ চলছে।’


 

তিনি আরো বলেন, ‘এখনো সেখানে (চুক্তিতে) পৌঁছনো হয়নি, তবে আমাদের আশা, আমরা একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি করতে পারব।’

সুলিভানের এই মন্তব্য লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল হামলা করার পর এলো।

ইসরায়েল ও ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি একটি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই সংঘাত সম্পর্কে সুলিভান এনবিসিকে বলেন, “আমরা যুদ্ধবিরতি চুক্তিটির প্রশংসা করি এবং যুক্তরাষ্ট্র লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে, যাতে এটি ‘কার্যকরভাবে’ বাস্তবায়ন হয়। আমরা এটি রক্ষা করতে চাই এবং এটি যেন পুরোপুরি কার্যকর হয় তা নিশ্চিত করতে চাই।”

 


 

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জেরুজালেমে রবিবার বলেছেন, ‘এমন কিছু সংকেত রয়েছে’, যা ইঙ্গিত দেয়, গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি বাস্তবায়িত হতে পারে।

তিনি বলেন, ‘এ বিষয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমি আশা করি, এটি অগ্রগতি লাভ করবে। আমরা জিম্মিদের ফেরত নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এটি একটি দায়িত্ব যা আমাদের পালন করতে হবে।’

 

তবে সার এ-ও বলেছেন, হামাসকে গাজায় শাসন করতে দেওয়ার সুযোগ ‘অবশ্যই দেওয়া হবে না’।

 

সূত্র : এএফপি