গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি ভবনে রবিবার ইসরায়েলি বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। এ ছাড়া অন্তত ৫৯ জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে জানা গেছে। অঞ্চলটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় রবিবার ভোরে বেইত লাহিয়ায় একটি পাঁচতলা আবাসিক ভবনে এই হামলা চালানো হয়।
এ ছাড়া এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধুলায় আচ্ছাদিত লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ব্যস্ত, আর মৃতদেহগুলোকে গাধার গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে।
অন্য একটি ছবিতে দেখা যায়, ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর ধ্বংসস্তূপ থেকে ভাঙা কংক্রিট ও বাঁকানো লোহার টুকরা বেরিয়ে আছে।
এদিকে ইসরায়েলের এ হামলাকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ‘গণহত্যা চালিয়ে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর প্রতিশোধমূলক হামলার অংশ’ বলে আখ্যায়িত করেছে।
এর আগে একই দিনে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ অন্য একটি ইসরায়েলি বিমান হামলায় চার নারী, তিন শিশুসহ অন্তত ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১৩ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৪৬ জন নিহত হয়েছে।