NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি, নিখোঁজ ৫৯


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৪, ০৩:৫৫ পিএম

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি, নিখোঁজ ৫৯

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি ভবনে রবিবার ইসরায়েলি বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। এ ছাড়া অন্তত ৫৯ জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে জানা গেছে। অঞ্চলটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার ভোরে বেইত লাহিয়ায় একটি পাঁচতলা আবাসিক ভবনে এই হামলা চালানো হয়।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, ধ্বংসস্তূপ থেকে ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ ছাড়া এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধুলায় আচ্ছাদিত লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ব্যস্ত, আর মৃতদেহগুলোকে গাধার গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে। 

অন্য একটি ছবিতে দেখা যায়, ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর ধ্বংসস্তূপ থেকে ভাঙা কংক্রিট ও বাঁকানো লোহার টুকরা বেরিয়ে আছে।

কাছেই কাঁথায় মোড়ানো মৃতদেহগুলো পড়ে রয়েছে।  

 

এদিকে ইসরায়েলের এ হামলাকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ‘গণহত্যা চালিয়ে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর প্রতিশোধমূলক হামলার অংশ’ বলে আখ্যায়িত করেছে।  

এর আগে একই দিনে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ অন্য একটি ইসরায়েলি বিমান হামলায় চার নারী, তিন শিশুসহ অন্তত ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।  

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১৩ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৪৬ জন নিহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘও এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় এক হাজার ২০৬ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক বলে ইসরায়েলি সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপির তৈরি করা একটি তালিকায় জানানো হয়েছে।