আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার মত গণতান্ত্রিক রাষ্ট্রে একজন রাষ্ট্রপতি প্রার্থীর উপর এমন হামলার ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। রবিবার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে চীন সফর নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়।
হামলার পর ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়।
রিপাবলিকান প্রচারণা শিবির শনিবার ওই হামলার পর জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখন ভালো আছেন এবং একটি হাসপাতালে তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।