ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা মারওয়ান ইসা নিহত হয়েছেন বলে হোয়াইট হাউসের কর্মকর্তা জেক সুলিভান জানিয়েছেন। ডেপুটি মিলিটারি কমান্ডার হিসেবে ইসা হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা, যিনি ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় নিহত হলেন। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি তার মৃত্যুর খবরে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, ইসা এক সপ্তাহ আগে মধ্যগাজার নুসিরাত শরণার্থী শিবিরের নিচে একটি টানেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।
ইসা প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদার (ইসরায়েলে ফিলিস্তিনিদের প্রতিবাদ, আইন অমান্য এবং দাঙ্গা শুরুর ঘটনা) সময় পাঁচ বছরের জন্য ইসরায়েলের কারাগারে ছিলেন। ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হওয়া পর্যন্ত ১৯৯৭ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে আটক করেছিলেন।৭ অক্টোবর থেকে হামাসের অনেক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে হামাসের রাজনৈতিক নেতা সালেহ আল-আরৌরি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাহিয়েহতে বিস্ফোরণে নিহত হন।