ভারতের দাবির প্রেক্ষিতে রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশ কয়েকজন ভারতীয় সহায়ককর্মীদের অব্যাহতি দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এ তথ্য জানিয়েছে। মন্ত্রণারয় জানিয়েছে, ‘ভারত সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হিসেবে রুশ সেনাবাহিনীতে কাজ করা সকল নিরাপত্তা সহায়কদের অব্যাহতি দেওয়ার ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে দেনদরবার চালিয়ে যাবে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন ভারতীয় রুশ সামরিক বাহিনীতে সুরক্ষা সহায়ক হিসেবে কাজ করছেন এবং তারা ইউক্রেনের সঙ্গে সীমান্তে নির্দিষ্ট কিছু অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে লড়াই করতে বাধ্য হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জেসোয়াল বলেন, ‘এই প্রক্রিয়ায় বেশ কিছু ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন।
এর আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয়দের উদ্ধারের জন্য মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে (এমইএ) অনুরোধ করেছিলেন।