NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

রুশ বাহিনী দিল্লির অনুরোধে ভারতীয় কর্মীদের অব্যাহতি দিচ্ছে


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম

রুশ বাহিনী দিল্লির অনুরোধে ভারতীয় কর্মীদের অব্যাহতি দিচ্ছে

ভারতের দাবির প্রেক্ষিতে রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশ কয়েকজন ভারতীয় সহায়ককর্মীদের অব্যাহতি দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এ তথ্য জানিয়েছে। মন্ত্রণারয় জানিয়েছে, ‘ভারত সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হিসেবে রুশ সেনাবাহিনীতে কাজ করা সকল নিরাপত্তা সহায়কদের অব্যাহতি দেওয়ার ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে দেনদরবার চালিয়ে যাবে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন ভারতীয় রুশ সামরিক বাহিনীতে সুরক্ষা সহায়ক হিসেবে কাজ করছেন এবং তারা ইউক্রেনের সঙ্গে সীমান্তে নির্দিষ্ট কিছু অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে লড়াই করতে বাধ্য হয়েছিল।

 ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংবাদমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়রা অব্যাহতি চাইছেন। এ ধরনের সকল ঘটনা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মস্কোর ভারতীয় দূতাবাস গুরুত্বসহকারে রুশ কর্তৃপক্ষের নিকট বিষয়গুলো তুলে ধরেছে এবং দিল্লিতে অবস্থানরত রুশ দূতাবাসকেও বিষয়গুলো অবহিত করা হয়েছে। 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জেসোয়াল বলেন, ‘এই প্রক্রিয়ায় বেশ কিছু ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন।

দিল্লি এবং মস্কো এ ক্ষেত্রে একত্রে কাজ করছে এবং ইউক্রেনের সংঘাতপ্রবণ অঞ্চলগুলো থেকে ভারতীয় সহায়ক কর্মীদের দূরে রাখতে রাশিয়াকে অনুরোধও জানানো হয়েছে। আমরা সকল ভারতীয়কে সংঘাতপ্রবণ অঞ্চলগুলো থেকে দূরে থাকার অনুরোধ জানাই।’ 

 

এর আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয়দের উদ্ধারের জন্য মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে (এমইএ) অনুরোধ করেছিলেন।