যুক্তরাষ্ট্রের কানসাস সিটি চিফের সুপার বৌল ভিক্টরি প্যারেড শেষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা বলছেন। স্থানীয় একটি হাসপাতাল নিশ্চিত করেছে, আহতদের মধ্যে ৯টি শিশুও রয়েছে। কর্মকর্তারা বলছেন, আটজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
কানসাস সিটির ডাউনটাউনে বুধবার (১৪ ফ্রেব্রুরি) প্যারেড চলাকালে হঠাৎ স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে গুলির ঘটনা ঘটে। কানসাস সিটি চিফসের বিজয় মিছিলটি যখন ডাউনটাউনে ইউনিয়ন স্টেশনের কাছে পৌঁছে তখন গোলাগুলি শুরু হয়। ঘটনার সময় কানসাস সিটি চিপসের খেলোয়াড়রা মঞ্চের ওপরে ছিলেন।
এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
সূত্র : বিবিসি