NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

যুক্তরাষ্ট্রে বিজয় মিছিলে গুলির ঘটনায় নিহত ১, আহত ২১


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৪১ এএম

যুক্তরাষ্ট্রে বিজয় মিছিলে গুলির ঘটনায় নিহত ১, আহত ২১

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি চিফের সুপার বৌল ভিক্টরি প্যারেড শেষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা বলছেন। স্থানীয় একটি হাসপাতাল নিশ্চিত করেছে, আহতদের মধ্যে ৯টি শিশুও রয়েছে। কর্মকর্তারা বলছেন, আটজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া আহত অন্য সাতজনের অবস্থাও ভালো না।

 

কানসাস সিটির ডাউনটাউনে বুধবার (১৪ ফ্রেব্রুরি) প্যারেড চলাকালে হঠাৎ স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে গুলির ঘটনা ঘটে। কানসাস সিটি চিফসের বিজয় মিছিলটি যখন ডাউনটাউনে ইউনিয়ন স্টেশনের কাছে পৌঁছে তখন গোলাগুলি শুরু হয়। ঘটনার সময় কানসাস সিটি চিপসের খেলোয়াড়রা মঞ্চের ওপরে ছিলেন।

গুলি শুরু হওয়ার পর জড়ো হওয়া দর্শকরা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন।  প্রিয় দলের বিজয় মিছিলে অংশ নিতে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিল এদিন।

 

এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

তদন্ত চলছে বলে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান স্টেসি গ্রেভস জানিয়েছেন। তিনি আরো জানান, আগে থেকেই সেখানে শহরের অগ্নিনির্বাপণ বিভাগ মেডিক্যাল সুবিধা দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিল এবং গুলি শুরু হতেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিজয় মিছিলের নিরাপত্তায় সেখানে আট শতাধিক পুলিশ মোতায়েন ছিল। আশপাশের উঁচু ভবনগুলোতেও পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে। নগরীর ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরাও জরুরি সেবা দিতে সেখানে উপস্থিত ছিলেন সেদিন।
এর মধ্যে এমন ঘটনা ঘটে। 

 

সূত্র : বিবিসি