মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ৭০ বছর বয়সী লয়েড অস্টিন ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকসের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, গত বছর থেকে অস্টিন প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। মূত্রাশয়ের সমস্যার জন্য তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি হাসপাতালে ভর্তির পর দুই সপ্তাহ চিকিৎসা নিয়েছেন অস্টিন। এ ছাড়া আরো দুই সপ্তাহ বাড়ি থেকে কাজ করেছেন তিনি।