NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

ফের হাসপাতালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

ফের হাসপাতালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ৭০ বছর বয়সী লয়েড অস্টিন ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকসের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, গত বছর থেকে অস্টিন প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। মূত্রাশয়ের সমস্যার জন্য তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন।

ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর প্রকাশে বিলম্বের জন্য চরম সমালোচিত হয়ে চলতি মাসের শুরুর দিকে ক্ষমাও চেয়েছিলেন অস্টিন। গত ১ ফেব্রুয়ারি তিনি সাংবাদিকদের বলেছিলেন, ক্যান্সার আক্রান্ত হয়ে ডায়াগনসিস করানোর তথ্য প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো উচিত ছিল।

 

চলতি বছরের ১ জানুয়ারি  হাসপাতালে ভর্তির পর দুই সপ্তাহ চিকিৎসা নিয়েছেন অস্টিন। এ ছাড়া আরো দুই সপ্তাহ বাড়ি থেকে কাজ করেছেন তিনি।

অসুস্থতার খবর জানাতে বিলম্বের কারণে তাঁকে পদচ্যুত করারও দাবি উঠেছিল। তবে বাইডেন তাঁকে পদ থেকে সরিয়ে দিতে রাজি হননি।