১ জানুয়ারি থেকে নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেষ্টার ও লং আইল্যান্ডে ন্যুনতম মজুরি নির্ধারিত হয়েছে ঘন্টায় ১৬ ডলার। স্টেটের অবশিষ্ঠ এলাকায় হবে প্রতি ঘন্টায় ১৫ ডলার। গর্ভনর ক্যাথি হোকুল ও স্টেট আইন প্রণেতাদের মধ্যে সম্পাদিত চুক্তিতে এ সিদ্ধান্ত হয়েছে। এ’ছাড়া ২০২৫ ও ২০২৬ সালে প্রতি বছর নিউইয়র্ক সিটি সহ পুরো স্টেট জুড়ে বেতন বাড়বে ৫০ সেন্টস করে। অর্থাৎ ২০২৬ সালে সিটিতে কর্মচারিদের নুন্যতম বেতন হবে ১৭ ডলার। ২০২৭ সালেও বেতন বাড়বে কনজুমার প্রাইজ ইনডেক্স অনুসারে।
নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকুল বলেছেন, আগামী জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি হবে। নিউইয়র্কের কঠোর পরিশ্রমী জনগোষ্ঠীকে সহায়তার জন্যই বেতন বাড়ানো হলো। নিউইয়র্কাররা যদি তাদের পে চেকে বর্ধিত বেতন না দেখতে পান সাথে সাথে লেবার ডিপার্টমেন্টকে অবহিত করুন। ন্যায্য বেতন পেতে লেবার ডিপার্টমেন্ট আপনার সাথে রয়েছে।
নিউইয়র্কে এই বেতন বৃদ্ধির ফলে নিউইয়র্ক সিটির বাসিন্দারা গোটা আমেরিকার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ নুন্যতম বেতন পাবেন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালিফোরনিয়া। সেখানে ঘন্টায় নুন্যতম বেতন ১৫ ডলার।