ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, হাজার হাজার অবৈধ অভিবাসীকে আশ্রয় দিতে তাঁর দেশ আলবেনিয়ায় দুটি কেন্দ্র নির্মাণ করবে। রোমে আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামার সঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন মেলোনি।
ইতালির প্রধানমন্ত্রী বলেন, আলবেনিয়ায় আশ্রয়কেন্দ্রের পরিকল্পনাটি ইতালীয় নৌযানগুলোর সাগরে উদ্ধার করা অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে। যারা স্বাভাবিকভাবে ইতালির উপকূলে পৌঁছবে তাদের জন্য নয়।
বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিয়ে আসা হাজারো অভিবাসনপ্রার্থীর ঢল ইতালির ওপর চাপ সৃষ্টি করেছে। ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতায় আসার পর থেকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা বলছেন।
সূত্র : বিবিসি