NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করবে ইতালি


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:১৯ এএম

অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করবে ইতালি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, হাজার হাজার অবৈধ অভিবাসীকে আশ্রয় দিতে তাঁর দেশ আলবেনিয়ায় দুটি কেন্দ্র নির্মাণ করবে। রোমে আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামার সঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন মেলোনি।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, আলবেনিয়ায় আশ্রয়কেন্দ্রের পরিকল্পনাটি ইতালীয় নৌযানগুলোর সাগরে উদ্ধার করা অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে। যারা স্বাভাবিকভাবে ইতালির উপকূলে পৌঁছবে তাদের জন্য নয়।

 
কেন্দ্রগুলো আগামী বসন্তে খোলা হবে। এগুলো বছরে ৩৬ হাজার অভিবাসনপ্রার্থীর বিষয় প্রক্রিয়া করতে পারবে।

 

বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিয়ে আসা হাজারো অভিবাসনপ্রার্থীর ঢল ইতালির ওপর চাপ সৃষ্টি করেছে। ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতায় আসার পর থেকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা বলছেন।

 
জর্জিয়া মেলোনি বলেন, ইতালি কর্তৃপক্ষ আশ্রয়ের আবেদন পরীক্ষা করার সময় অভিবাসীরা আলবেনিয়ার কেন্দ্রগুলোতেই থাকবেন। তবে এ পরিকল্পনা অন্তঃসত্ত্বা নারী, শিশু এবং বিপন্ন ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে না। আলবেনিয়া দক্ষিণ ইউরোপের একটি ছোট দেশ, যার জনসংখ্যা ২৭ লাখ। ইতালির সঙ্গে এর স্থল সীমানা নেই।
 

 

সূত্র : বিবিসি