ইতালির প্রধানমন্ত্রীকে অপমান করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির প্রখ্যাত সাংবাদিক রবার্তো সাভিয়ানো। শাস্তি হিসেবে তাঁকে এক হাজার ইউরো স্থগিত জরিমানা করা হয়েছে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অপমান করায় সাংবাদিক রবার্তো সাভিয়ানোর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
রবার্তো সাভিয়ানো ২০২০ সালে একটি সাক্ষাৎকারে অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন করেছিলেন জর্জিয়া মেলোনিকে।
আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাংবাদিক সাভিয়ানো বলেন, মেলোনির সরকার অভিবাসীদের সম্পর্কে মিথ্যা বলার জন্য তাঁকে ভয়-ভীতি প্রদর্শন করতে চেয়েছিল। মেলোনির আইনজীবী বলেছেন, তাঁর (রবার্তো) কথাগুলো অপমানজনক ছিল, সমালোচনা নয়।
মিসেস মেলোনি প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০২০ সালের ডিসেম্বরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে ঘটনাটি ঘটেছিল। সাক্ষাৎকারে সাভিয়ানো অভিবাসী উদ্ধারকারী জাহাজ সম্পর্কে তাদের মন্তব্যের জন্য মেলোনি এবং সহ-ডানপন্থী নেতা ম্যাটিও সালভিনির সমালোচনা করেছিলেন। বিরোধী নেতা হিসেবে মেলোনি বলেছিলেন, উদ্ধারকৃত অভিবাসীদের বহনকারী নৌকাগুলো ডুবিয়ে দেওয়া উচিত।
এ ঘটনায় পেন ইন্টারন্যাশনাল রাইটারস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীকে মামলাটি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছিল।
সাভিয়ানোর আইনজীবী বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ইতালীয় আইনের অধীনে কিছু মানহানির মামলা ফৌজদারি হতে পারে এবং তিন বছর পর্যন্ত জেল হতে পারে।
প্রধানমন্ত্রী মেলোনি অতীতেও ডোমানি পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে একই রকম মামলা দায়ের করেছিলেন। এ ছাড়া এই বছরের শুরুর দিকে তাকে (মেলোনি) ফ্যাসিবাদী এবং বর্ণবাদী বলে অভিহিত করার জন্য, প্লেসবো গায়ক ব্রায়ান মোল্কোর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলেও জানা গেছে।