NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

ইতালির প্রধানমন্ত্রীকে অপমান করায় সাংবাদিককে জরিমানা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৭:১২ এএম

ইতালির প্রধানমন্ত্রীকে অপমান করায় সাংবাদিককে জরিমানা

ইতালির প্রধানমন্ত্রীকে অপমান করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির প্রখ্যাত সাংবাদিক রবার্তো সাভিয়ানো। শাস্তি হিসেবে তাঁকে এক হাজার ইউরো স্থগিত জরিমানা করা হয়েছে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অপমান করায় সাংবাদিক রবার্তো সাভিয়ানোর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।

রবার্তো সাভিয়ানো ২০২০ সালে একটি সাক্ষাৎকারে অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন করেছিলেন জর্জিয়া মেলোনিকে।

 
প্রশ্ন করার সময় তিনি আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন। এরপর ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়। মানহানির মামলা হয়। অবশেষে সেই মামলার রায়ে সাংবাদিক রবার্তো সাভিয়ানোকে দোষী সাব্যস্ত করা হয়।
 
তবে শাস্তি হিসেবে তাঁকে যে জরিমানা করা হয়েছে তা এখন পরিশোধ করতে হবে না। তিনি ঘটনার পুনরাবৃত্তি করলে এক হাজার ইউরো পরিশোধ করতে হবে। 

 

আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাংবাদিক সাভিয়ানো বলেন, মেলোনির সরকার অভিবাসীদের সম্পর্কে মিথ্যা বলার জন্য তাঁকে ভয়-ভীতি প্রদর্শন করতে চেয়েছিল। মেলোনির আইনজীবী বলেছেন, তাঁর (রবার্তো) কথাগুলো অপমানজনক ছিল, সমালোচনা নয়।

 
তাঁকে অতিরিক্ত, অশ্লীল এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহারের জন্য অভিযুক্ত করা হয়েছে।

 

মিসেস মেলোনি প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০২০ সালের ডিসেম্বরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে ঘটনাটি ঘটেছিল। সাক্ষাৎকারে সাভিয়ানো অভিবাসী উদ্ধারকারী জাহাজ সম্পর্কে তাদের মন্তব্যের জন্য মেলোনি এবং সহ-ডানপন্থী নেতা ম্যাটিও সালভিনির সমালোচনা করেছিলেন। বিরোধী নেতা হিসেবে মেলোনি বলেছিলেন, উদ্ধারকৃত অভিবাসীদের বহনকারী নৌকাগুলো ডুবিয়ে দেওয়া উচিত।

এ ঘটনায় পেন ইন্টারন্যাশনাল রাইটারস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীকে মামলাটি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছিল।

 
কিন্তু প্রধানমন্ত্রী মেলোনি বলেছিলেন, তিনি এই মামলা স্থগিত করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না। তিনি উল্টো যোগ করে বলেন, এটি এখন বিচারকদের হাতে। অ্যাসোসিয়েশনটি বলছে, ‘রায়টি বাকস্বাধীনতার ক্ষেত্রে বেশ বড় একটি ধাক্কা এবং সারা দেশের লেখক ও সাংবাদিকদের জন্য বিপজ্জনক সতর্কবার্তা দিয়েছে।’

 

সাভিয়ানোর আইনজীবী বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ইতালীয় আইনের অধীনে কিছু মানহানির মামলা ফৌজদারি হতে পারে এবং তিন বছর পর্যন্ত জেল হতে পারে।

প্রধানমন্ত্রী মেলোনি অতীতেও ডোমানি পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে একই রকম মামলা দায়ের করেছিলেন। এ ছাড়া এই বছরের শুরুর দিকে তাকে (মেলোনি) ফ্যাসিবাদী এবং বর্ণবাদী বলে অভিহিত করার জন্য, প্লেসবো গায়ক ব্রায়ান মোল্কোর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলেও জানা গেছে।