সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘গ্লোবাল মিনিস্ট্রিয়াল ফোরাম অন স্পোর্ট ভ্যালু, এথিকস ও ইন্টিগ্রিটি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি যোগদান করেছেন। সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করে। 

ইউনেস্কো, ওয়ার্ল্ড এন্টিডোপিং এজেন্সি (WADA), ইন্টারপোল ও এফসি এর প্রতিনিধিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্রীড়ামন্ত্রী এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করেন। 

সৌদি আরব প্রথমবারের মতো ক্রীড়া মূল্যবোধ, নৈতিকতা ও পরিচ্ছন্ন ক্রীড়ার বিষয়ে গুরুত্বারোপ করে বিশ্বনেতৃবৃন্দকে একটি প্ল্যাটফর্মে কাজ করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করে। 

উল্লেখ্য, সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কী আল ফয়সাল আমন্ত্রণে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল সৌদি আরব সফরে বাংলাদেশ প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন। সেই সফর শেষে গতকাল দেশে এসেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।