যৌন হয়রানির অভিযোগে গত এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। তবে কারাগার থেকে মুক্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। জামিনের জন্য আবেদন করেছিলেন স্পেনের আদালতে। তবে এবার সে আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, স্পেনের আদালতের বিচারক আলভেজের আবেদনে সাড়া দেননি। বরং ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে কারাবন্দী রাখার সিদ্ধান্ত বলবৎ রাখার রায় দিয়েছেন।
গত মাসের দশ তারিখ বার্সেলোনার আদালত এক বিবৃতিতে জানায়, ২০২২ সালের ডিসেম্বরে এক নাইটক্লাবে আলভেজ এক নারীকে যৌন হয়রানি করেছে এবং সেই অভিযোগে ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে ২০ জানুয়ারি বার্সেলোনার একটি পুলিশ স্টেশনে গিয়েছিলেন আলভেজ। সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে স্পেনের আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।
স্পেনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে একটি নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই নারী। সম্মতি ছাড়াই আলভেজ তার অন্তর্বাসের নিচের দিকে স্পর্শ করেন। বার্সা ইউনিভার্সাল তাদের টুইটের নিচে আরেকটি মন্তব্য করে, সেখানে বলা হয়, ওই নারী অভিযোগ করেছেন আলভেজ তাকে চড় মারেন এবং নাইট ক্লাবের বাথরুমে নিয়ে ধর্ষণ করেন।