গত বছরের উইজডেন বর্ষসেরা পুরুষদের টেস্ট বোলিং স্পেল নির্বাচিত হয়েছে মাউন্ট মঙ্গানুই টেস্টে এবাদত হোসেনের সেকেন্ড ইনিংসের বোলিং। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন এবাদত। যা উইজডেনের ২০২২ সালের স্পেল অফ দ্য ইয়ার কাউন্টডাউনে প্রথম স্থান অধিকার করেছে।

এবাদতের প্রতিদ্বন্দ্বি হিসেবে তালিকায় ছিলেন ওলি রবিনসন, ম্যাট হেনরি, প্যাট কামিন্সের মতো নাম। এসব তারকাদের ঠেলে টপকে গিয়েছেন এবাদত। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে এবাদতের ম্যাচজয়ী বোলিংকে বর্ষসেরা স্পেল হিসেবে ঘোষণা করেছে উইজডেন।
 
টেস্ট অভিষেকের দুই বছর পেরিয়ে গেলেও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারছিলেন না এবাদত। অবশেষে মাউন্ট মঙ্গানুইয়ের সেই টেস্টে মিলেছে স্বীকৃতি। ঐতিহাসিক সেই টেস্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন তিনি। গত বছর টেস্টে এবাদতের চেয়ে বেশি উইকেট নিয়েছেন অনেকেই। কিন্তু উইজডেনের চোখে কেউই এবাদতের ওই স্পেলকে ছাড়িয়ে যেতে পারেনি।