বাংলাদেশ দলকে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। এতে তাদের লিড দাঁড়ায় ১৬২ রানের। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় ও শেষ সেশনের শেষ ঘণ্টায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও ধরে রাখতে পারেননি টাইগাররা। তামিম ইকবালের পর ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫০ রান তুলেছে সফরকারীরা। ক্যারিবীয়দের থেকে এখনো ১১২ রানে পিছিয়ে আছে অধিনায়ক সাকিব আল হাসানের দল। ওপেনার মাহমুদুল হাসান জয় ৬০ বলে ১৮ আর চারে নামা নাজমুল হোসেন শান্ত ২৩ বলে ৮ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করবেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলকে ১০৩ রানে গুটিয়ে দিতে ভূমিকা রেখেছিলেন স্বাগতিক পেসার আলজারি জোসেফ। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের পক্ষে সেরা বোলার ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও জোসেফেই খেই হারালেন তামিম আর মিরাজ।

পেসারদের আগ্রাসী বোলিংয়ের সঙ্গে মিরাজের ঘূর্ণিতে ২৬৫ রানে উইন্ডিজকে বেঁধে ফেলে আবার ব্যাট করতে নামে বাংলাদেশ দল। শুরুটা বেশ দেখেশুনেই করেন দুই ওপেনার তামিম আর জয়। তবে রান তোলার ক্ষেত্রে তামিমের যেন তাড়াহুড়া ছিল, শেষ পর্যন্ত কাল হলো সেটাই। 

কেমার রোচ আর জেইডেন সিলেস যখন টানা বল করেও উইকেটের দেখা পাচ্ছিলেন না, তখন ইনিংসের দশম ওভারে জোসেফকে অ্যাটাকে আনেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। নিজের প্রথম ওভারেই অধিনায়কের আস্থার মান রাখেন জোসেফ। তার লেন্থ ডেলিভারি ডিফেন্স করতে চেয়েছিলেন তামিম, কিন্তু বল সুইং করে ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে। বাঁদিকে ঝাঁপিয়ে তালুবন্দি করেন উইকেটরক্ষক। ৪ চারে ৩১ বলে ২২ রান করে ফেরেন তামিম।

তামিমের আউটের পর ব্যাটিং অর্ডারে প্রোমশন নিয়ে তিনে নামেন মিরাজ। তবে জায়গা বদলালেও পরিবর্তন হয়নি স্কোর কার্ডে। আগের ইনিংসের মতো এবারো ২ রানে আউট হন তিনি। জোসেফের আউটসাইড অফের এক্সটা বাউন্স খোঁচা দিয়ে খেলতে চেয়েছিলেন মিরাজ। ব্যাটে বলে ঠিকমতো সংযোগ হয়নি। বল যায় স্লিপে দাঁড়ানো কাইল মায়ার্সের হাতে। বাঁচতে পারেননি মিরাজ।

তবে অন্যপ্রান্তে দাঁতে দাঁত চেপে লড়েছেন আগের ম্যাচে গোল্ডেন ডাক পাওয়া জয়। ৫ বলে শূন্য রানে ফেরা শান্তও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলেছেন। মিরাজ আউট হলে দুজন খেলেছেন দিনের বাকি ৮ ওভার। যেখানে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি তারা। তাদের লড়াকু ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ দল।

দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫০ রান তুলেছে সফরকারীরা। ক্যারিবীয়দের থেকে এখনো ১১২ রানে পিছিয়ে আছে সাকিব বাহিনী। জয় ১৮ আর চারে শান্ত ৮ রানে তৃতীয় দিন শুরু করবেন।