স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের অন্যতম আলোচিত ফুটবলারটির নাম আশরাফ হাকিমি। অত্যন্ত দরিদ্র অবস্থা থেকে উঠে এসে তিনি এখন ফুটবলবিশ্বের পরিচিত মুখ। তার দলও আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। হাকিমির স্ত্রী হিবা আবুক স্পেনের অভিনেত্রী।
কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার আলোচনায় এই তারকা দম্পতি। যাদের নিয়ে মুখ খুলেছেন খ্যাতিমান লেখিকা তসলিমা নাসরিন।
১৯৮৬ সালের ৩০ অক্টোবর স্পেনের মাদ্রিদে জন্ম হয় হিবা আবুকের। আরবি ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করা হিবা নাটকের ওপরও ডিগ্রি নিয়েছেন। তিনি স্প্যানিশ, আরবি ছাড়াও ফরাসি, ইংরেজি ও ইতালিয়ান ভাষা জানেন। ২০০৮ সালে টিভি সিরিজ দিয়ে অভিনয় শুরুর কয়েক বছর পর তিনি খ্যাতি পান টিভি সিরিজ ‘এল প্রিন্সিপ’-এ ফাতিমা চরিত্রে অভিনয় করে। টিভি সিরিজ ছাড়াও আটটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন হিবা আবুক।
দাম্পত্য জীবনে হাকিমি-হিবা দুই পুত্রের জনক-জননী। চলতি বছর ভোগ অ্যারাবিয়ার ফটোশুটে অংশ নেওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন এই তারকা দম্পতি। ম্যাগাজিনটির কাভারে ছাপা হয় তাদের ছবি। যা নজর এড়ায়নি তসলিমা নাসরিনের। আজ সোমবার টুইটারে হাকিমি দম্পতির দুটি ছবি পোস্ট করে তসলিমা লিখেছেন, ‘মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি এবং তার স্ত্রী। তারা দুজনেই মুসলিম এবং তারা বোরকা কিংবা হিজাব পরে না। ’