ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বুধবার (১৪ ডিসেম্বর) থেকে মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে আজ রোববার গোটা বাংলাদেশ দল বিশ্রামে থাকলেও অনুশীলন করেছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের নেটে প্রায় ঘন্টা খানেকের মতো ব্যাটিং করে টেস্ট ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করেছেন মুশফিক।
সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে নিজের সামর্থ্যের সবটুকু দিতে পারেননি মুশফিক। প্রথম ওয়ানডে ম্যাচে ১৮, দ্বিতীয় ম্যাচে ১২ এবং সবশেষ ম্যাচে করেছেন ৭ রান। ওয়ানডেতে এমন পারফর্ম করার পর আর বিশ্রামে থাকতে পারেননি মুশফিক।চলে এসেছিলেন সাগরিকায়। দলের বাকি সদস্যরা না থাকলেও তাইজুল ইসলামকে নিয়ে সেরেছেন প্রস্তুতি।
বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিষ্ট বোলারকে নিয়ে মুশফিক চালিয়ে গেছেন নিজের একক অনুশীলন। অবশ্য টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে রোববার দেখা গেছে ভিন্ন এক ভূমিকায়। চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে করেছেন বিজ্ঞাপনের শুটিং। জানা গেছে, নামকরা একটি মোবাইল কোম্পানির জন্য শুটিংয়ে অংশগ্রহণ করেছেন টাইগার এই অলরাউন্ডার।
এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল লিটন দাসের দল। শেষ ওয়ানডেতে ভারতীয় ওপেনার ইশান কিষাণের ব্যাটেই পরাজিত হতে হয়েছিল টাইগারদের।