ইনজুরি সময়ের অন্তিম মুহূর্তে নেদারল্যান্ডস সমতা এনেছে। সবার আকর্ষণ মাঠে। এর কিছুক্ষণের মধ্যেই লুসাইল স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের জটলা। আমেরিকার সাংবাদিক গ্র্যান্ট ওয়াহল হঠাৎ অসুস্থ বোধ করেন । তার প্রাথমিক চিকিৎসার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তাকে দোহার সবচেয়ে বড় হাসপাতাল হামাদে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন। 

বিশ্বকাপ কাভাররত অবস্থায় সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গ্র্যান্টের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি ফুটবল বিশ্বে অত্যন্ত পরিচিত ব্যক্তি ছিলেন। ১৯৯৪ সাল থেকে বিশ্বকাপ কাভার করে আসছেন। ৮ বিশ্বকাপ কাভার করায় তিনি ২৯ নভেম্বর বিশ্ব ক্রীড়া সাংবাদিকদের সংস্থা এআইপিএস থেকে সম্মাননা পেয়েছিলেন। 

মেইন মিডিয়া সেন্টারে আমেরিকান ও তার সতীর্থ সাংবাদিকদের মাধ্যমে জানা যায়, তিনি কিছু দিন যাবত অসুস্থ বোধ করছিলেন। গত কয়েকদিন অনেক পরিশ্রম করেছিলেন তিনি। এজন্য শারীরিক অসুস্থতা বোধ করায় মেইন মিডিয়া সেন্টারে অবস্থিত মেডিকেল সেন্টারে চিকিৎসাও নিয়েছিলেন। তাঁর সতীর্থদের ধারণা হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। আমেরিকার ফুটবল ফেডারেশনও হার্ট অ্যাটাককে কারণ হিসেবে উল্লেখ করেছে। 

তিনি আমেরিকার ও বিশ্ব ফুটবল নিয়ে অনেক ভালো প্রবন্ধ লিখেছেন। বিশেষ করে নারী ফুটবল নিয়ে তাঁর অনেক ভালো রিপোর্ট রয়েছে।