স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে আহমেদ বিন আলী স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশরা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ওয়েলসের ওপর চড়াও হয় ইংল্যান্ড।
ম্যাচের ৫০তম মিনিটে ফ্রি কিক পায় হ্যারি কেইনের দল। মার্কাস রাশফোর্ড ফ্রি কিকে বাম কোনা দিয়ে বল ঢুকিয়ে দেন ওয়েলসের জালে। ৫১ মিনিটে নিজেদের ডিফেন্সে রাশফোর্ডের কাছে বল হারায় ওয়েলস। এগিয়ে আসা বল পেয়েই বাম দিকে বাড়িয়ে দেন হ্যারি কেইন। সেখানে থাকা ফিল ফোডেন দারুণ ক্রস শটে গোল করেন।
৬৮তম মিনিটে ফের গোল করে ইংল্যান্ডের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন রাশফোর্ড। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে গেল ইংল্যান্ড। এই গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে যুক্তরাষ্ট্র। ইরানের পয়েন্ট ৩। আর ওয়েলসের পয়েন্ট মাত্র ১।