স্পোর্টস ডেস্ক: পেসারদের বড় শত্রু হলো ইনজুরি। এটার সঙ্গে অনবরত যুদ্ধ করেই ক্যারিয়ার এগিয়ে নিতে হয় পেসারদের। পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই বিপত্তি। গতকাল রবিবার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাওয়া চোট তাকে আবারও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ঠেলে দিল! এই হাঁটুর চোটে বিশ্বকাপের আগেও তিনি মাস তিনেকের মতো মাঠের বাইরে ছিলেন।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট 'ইএসপিএনক্রিকইনফো' জানিয়েছে, হাঁটুর চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আফ্রিদি খেলতে পারবেন না। যদিও পিসিবি এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আফ্রিদির চিকিৎসা কোথায় হবে সে সম্পর্কেও কিছু বলা হয়নি। ক্রিকইনফো জানিয়েছে, আজ দলের সঙ্গে দুবাই হয়ে পাকিস্তান ফিরে যাবেন আফ্রিদি। এরপর তাকে নিয়ে পিসিবি আনুষ্ঠানিক বিবৃতি দেবে।
উল্লেখ্য, মেলবোর্নের বিশ্বকাপ ফাইনালে ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। আবার লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। , এমনটাই জানিয়েছে । যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। আজ অস্ট্রেলিয়া থেকে দুবাই হয়ে দেশে ফিরে যাওয়ার কথা আছে পাকিস্তান দলের। আফ্রিদিও দলের সঙ্গে দেশে যাবেন। এরপরই তাঁর অবস্থা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে পিসিবি।