নিজের ক্যারিয়ারজুড়ে ঝড়ো ব্যাটিংয়ের জন্য সবচেয়ে বেশ পরিচিত ছিলেন আফতাব আহমেদ। ক্যারিয়ারের শুরু থেকেই মারদাঙ্গা ক্রিকেট খেলার চেষ্টা করে গিয়েছেন মিডল অর্ডার এই ব্যাটার। যদিও ক্রিকেট ক্যারিয়ার বড় হওয়ার আগেই চলে গিয়েছিলেন অবসরে। তবে অবসরে গেলেও ক্রিকেট ছাড়েননি, বর্তমানে চালিয়ে যাচ্ছেন কোচিং পেশা। দেশ কিংবা দেশের বাইরেও একযোগে কাজ করছেন আফতাব। চলতি মৌসুমে বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন চট্টগ্রামের সাবেক এই ক্রিকেটার।