স্পোর্টস ডেস্ক: অনেক দিন পর ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। আগামীকাল ৭ অক্টোবর শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে খেলা। এই ম্যাচের আগে দুই দলেরই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের তাপমাত্রা।
হাড়-কাঁপানো ঠাণ্ডা তো আছেই, সেই সঙ্গে হয়েছে তুষারপাত!
বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ। সাম্প্রতিককালে তো দেশে শীতকাল বলতে গেলে উধাও হয়ে গেছে। তাই আরব আমিরাতের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং মাত্র কয়েক দিন আগে আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলে এসেছে টাইগাররা। কিন্তু ক্রাইস্টচার্চের আবহাওয়া কঠিন পরীক্ষাই নেবে।
ম্যাচের আগের দিন হ্যাগলি ওভাল মাঠে একনাগাড়ে তুষারপাত হচ্ছে। নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশ-পাকিস্তান খেলা শুরুর সময় তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। হ্যাগলি ওভালের গ্রাউন্ডসম্যান রুপার্ট বুল বলেছেন, ‘এই প্রথম কভার ওঠানোর আগে বরফ সরাতে হলো। প্রথমবার বলে মজাই লেগেছে। তবে সব সময় এমনটা করতে ভালো লাগবে না। ’
কালকের ম্যাচটি শুরু হবে নিউজিল্যান্ড সময় দুপুর ৩টায়। সকালে বরফ থাকলেও খেলা শুরুর সময় সমস্যা হবে না বলে জানিয়েছেন রুপার্ট। কারণ হ্যাগলি ওভালের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো। বাংলাদেশ-পাকিস্তান এই আবহাওয়ায় অভ্যস্ত না হলেও স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেটারদের কাছে এটা ডালভাত। তাদের কোচ গ্যারি স্টিডও বলেছেন, ‘আসলেই ঠাণ্ডা আছে। তবে এর চেয়েও ঠাণ্ডাতে খেলার অভিজ্ঞতা আছে ছেলেদের। ’