একটিতে জয়, আরেকটিতে হার। ফের মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেটে চলতি এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে লড়াই। যেখানে টস ভাগ্য সঙ্গে থাকল নিগার সুলতানা জ্যোতির। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।
পিচ দেখে ব্যাটিংয়ের উপযোগী মনে হওয়ায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাট করে ১৩০ রানের লক্ষ্য দাঁড় করানোর চিন্তা টাইগ্রেস অধিনায়কের। যদিও সিলেটের উইকেটে রান তোলা সহজ নয়!
তবে রেকর্ড জ্যোতিদের পক্ষে। মালয়েশিয়ার বিপক্ষে এর আগে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবারই জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ একাদশ: শামীমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা তিশনা।
মালয়েশিয়া একাদশ: উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), মাস এলিসা, আইন্না হামিজা হাশিম, মাহিরা ইজ্জাতি ইসমাইল, নুর আরিয়ান্না নাতসিয়া, এলসা হান্ডার, আইসিয়া এলিসা, নুর হায়াতি জাকারিয়া, সাশা আজমি, নুর দানিয়া সিউহাদা, আইনা নাজওয়া।