স্পোর্টস ডেস্ক:  ভারতে চলছে লিজেন্ড ক্রিকেট লিগ। সেখানে খেলছেন অবসর নেওয়া খেলোয়াড়রা। সেই ‘বুড়ো’দের ক্রিকেটে ইউসুফ পাঠানের সঙ্গে মাঠেই ধাক্কাধাক্কি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন। তাই তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

 

 

জরিমানার পাশাপাশি জনসনকে সতর্কও করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনায় জড়ালে তাঁকে বড় শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। রবিবার জোধপুরে ভিলওয়ারা কিংস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস ম্যাচে এই ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। কিংসের ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে ইউসুফকে আউট করেন জনসন। তার আগে প্রথম তিন বলে জনসনকে দু’টি ছয় এবং একটি চার মারেন ইউসুফ। ইউসুফ আউট হতেই ঝামেলা শুরু হয়।

ইউসুফের উদ্দেশে কিছু বলেন জনসন। বিষয়টি ভালোভাবে নেননি ইউসুফ, রেগে এগিয়ে যেতে থাকেন জনসনের দিকে। বাকবিতণ্ডা ক্রমশ খারাপ দিকে যাচ্ছিল। এমন সময়ে হঠাৎই ইউসুফকে সজোরে ধাক্কা দেন জনসন। পাল্টা ইউসুফ কিছু বলার আগেই দুই আম্পায়ার এসে সরিয়ে নিয়ে যান দু’দলের ক্রিকেটারদের।