স্পোর্টস ডেস্ক: চোট কাটিয়ে প্রায় তিন সপ্তাহ পর মাঠে ফিরেই দুঃস্বপ্ন উপহার দিয়েছেন করিম বেনজিমা। দরকারি সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে হাতছাড়া করেন দলকে এগিয়ে নেওয়ার সুযোগ। এতে ওসাসুনার সঙ্গে ড্র করে রিয়াল। অবশ্য বেনজিমাকে দায় দিলেন না কার্লো আনচেলোত্তি।
বলছেন, মাঝেমধ্যে এমন দুর্ঘটনা ঘটেই থাকে।
সান্তিয়াগো বের্নাব্যুতে গত রাতে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪২তম মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। অবশ্য ৫০তম মিনিটে ম্যাচে সমতা ফেরান ওসাসুনার কিকে গার্সিয়া। এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল রিয়ালের সামনে। ৭৯তম মিনিটে পেনাল্টি পায় রিয়াল। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন চোট কাটিয়ে ফেরা করিম বেনজিমা। মৌসুমে প্রথমবার পয়েন্ট হারাল রিয়াল।
পয়েন্ট হারালেও পেনাল্টি মিস করা বেনজিমা বা দলের কাউকে দোষারোপ করেননি কার্লো আনচেলোত্তি। বরং সামনে এগোনোর ভাবনা ইতালিয়ান এই কোচের, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল, তবে আমরা পেনাল্টিতে সুযোগ পেয়ে হাতছাড়া করলাম। যদিও এটা স্বাভাবিক। হোঁচট আসতেই পারে। বেনজিমা তার কাজ করেছে। খুব ভালো খেলেই সে পেনাল্টিতে সুযোগটি পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। দুর্ঘটনা হতেই পারে মাঝেমধ্যে। সামনে এগোতে হবে আমাদের। ’
রিয়ালের এই ড্রতে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই আছে বার্সেলোনা। দুই দলেরই সমান ৭ ম্যাচে পয়েন্ট ১৯।