স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার বেলা ১১টার পর একটি বিশেষ বিমানে সোনালী ট্রফিটি ঢাকায় পৌঁছায়। ট্রফির সাথে এসেছেন ১৯৯৮ এর বিশ্বকাপ জয়ী ফ্রান্স জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বু এবং ফিফার কয়েকজন প্রতিনিধি। হযরত শাহজালাল বিমানবন্দরে ট্রফিটি গ্রহণ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ফেডারেশনের কর্মকর্তারা। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয়। রাতে সংসদ ভবনের লবিতে ট্রফিটি বরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের কাতার বিশ্বকাপ সামনে রেখে বিশ্বজুড়ে ঘুরতে বেড়িয়েছে বিশ্বকাপ ট্রফি। গত ১২ই মে দুবাই থেকে এই বিশ্বভ্রমণ শুরু হয়। নিয়ে যাওয়া হবে মোট ৫৬টি দেশে। এরই অংশ হিসেবে বুধবার সকালে পাকিস্তান থেকে ঢাকায় এসে পৌঁছায় বিশ্বকাপ ট্রফি। একটি বিশেষ বিমানে এই ট্রফির সাথে ঢাকায় আসেন ৯৮’র বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান কারেম্বু এবং ফিফার কয়েকজন প্রতিনিধি।
হযরত শাহজালাল বিমানবন্দরে বিশ্বকাপ ফুটবলের ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় বাফুফে’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সেখান থেকে কড়া নিরাপত্তায় সোনালী ট্রফিটি নিয়ে যাওয়া হয় হোটেল রেডিসনে। বিকেলে বঙ্গবভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে নিয়ে যাওয়া হয় ট্রফি। এসময় রাষ্ট্রপতি বলেন, এমন আয়োজন ফুটবলের প্রতি খেলোয়াড়, সংগঠক ও সমর্থকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে। এরপর রাতে সংসদ ভবনের লবিতে ট্রফিটি বরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রিড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে।
বৃহস্পতিবার সকালে হোটেল রেডিসনে বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফিটি দেখার সুযোগ পাবেন সাধারণ দর্শকরা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ট্রফিটি কাছ থেকে দেখার এবং ছবি তোলার সুযোগ মিলবে। আর বিকেলে বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট। বৃহস্পতিবার রাতেই বিশ্বকাপ ফুটবল ট্রফি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে পূর্ব তিমুরে।