গোটা ব্রিটেন জুড়েই শোকের আবহ। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকের চাদর দেশটিতে। এরমধ্যে পাঁচ দিনের ওভাল টেস্ট কমিয়ে করা হয় তিন দিনে। তারপরও ফল আসল এই টেস্টে। তিন দিনের খেলাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উড়ল ইংল্যান্ড।
প্রথম দুই দিন একটি বলও ওভালে গড়ায় নি বৃষ্টি আর রানির মৃত্যুর শোকে। কিন্তু তৃতীয় দিনে শুরু হয় উইকেট পতনের মিছিল। মোট ১৭ উইকেট পতনেই ম্যাচের বাঁক পাল্টে যায়। চতুর্থ দিন শেষেই দক্ষিণ আফ্রিকার হার নিশ্চিত হয়ে যায়। আজ সোমবার পঞ্চম দিনে জয়ের আনুষ্ঠানিকতাটুকুই সেরেছে স্বাগতিকরা।
ওভালে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের জয় ৯ উইকেটে। ৩ ম্যাচের সিরিজটি তারা জিতল ২-১ ব্যবধানে।
১৩০ রানের লক্ষ্য সামনে নিয়ে নেমে চতুর্থ দিনই জয়ের পথ করে নেয় ইংল্যান্ড। পঞ্চম ও শেষ দিন তাদের প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। সেই সংগ্রহটা প্রথম সেশনে ৩৩ বলেই করে নেয় তারা।
প্রথম ইনিংসে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ ক্রিকেটার অলিভার রবিনসন। ব্যাট হাতে ১৪৯ রান ও বল হাতে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ড দলটির নতুন কোচ ব্রেন্ডান ম্যাককালাম ও নতুন অধিনায়ক স্টোকসের নেতৃত্বে খেলা সবশেষ সাত টেস্টের ছয়টি জয় নিয়ে ছাড়ল মাঠ।
এদিকে লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১২ রানে জিতে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৮৫ রানে জিতে ইংলিশরা। সিরিজ নির্ধারণী ওভাল টেস্টেও বাজিমাত তাদের।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১১৮/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৫৮/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১৬৯/১০
ইংল্যান্ড ২য় ইনিংস: ২২.৩ ওভারে ১৩০/১ (লিস ৩৯, ক্রলি ৬৯*, পোপ ১১*; রাবাদা ১১-১-৫৭-১, ইয়ানসেন ৭.৩-০-৪০-০, নরকিয়া ৪-০-২৭-০)
ফল: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অলিভার রবিনসন
সিরিজসেরা: বেন স্টোকস ও কাগিসো রাবাদা
সিরিজ: তিন টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী ইংল্যান্ড