স্বপ্নের মতো অভিষেক হতে যাচ্ছিল তার। আগুণ ঝরানো বোলিংয়ে প্রথম দুই ওভারে তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার ৩ উইকেট। কিন্তু এরপরই পথ হারিয়ে দলের সর্বনাশ ডেকে আনেন এবাদত হোসেন। সব মিলিয়ে ৪ ওভারে দেন ৫১ রান। ম্যাচ হেরে এশিয়া কাপ থেকেও বিদায় নেয় বাংলাদেশ। দেশে ফেরার পর বিশ্রামেই ছিলেন এই পেসার। তবে রোববার বল নয়, ব্যাট হাতেই দেখা গেল তাকে!

একটা সময় দলের ব্যাটিংয়ে টেল এন্ডারদের ভূমিকা ছিল খুব সীমিত। তবে আধুনিক ক্রিকেটে গ্লেন ম্যাকগ্রা, ক্রিস মার্টিনদের মতো ‘ব্যাটারদের’ দেখা মেলে না খুব একটা, বরং এখন লেজের দিকে ব্যাটিংয়ে নামা বোলারদের দায়িত্বটাও ক্রমেই বড় হচ্ছে দিনে দিনে। তাহলে যে দলের ব্যাটিং গভীরতাটাও বেড়ে যায় বহুগুণে! তবে বাংলাদেশ সে পথে এখনো হাঁটতে পারেনি। টাইগারদের ইনিংস এখনো ৬ কিংবা ৭ উইকেট হারানোর পর তাসের ঘরের মতোই ভেঙে পড়ে। এবার এ সমস্যার সমাধান করতেই কি তাহলে মিরপুরে পেসার এবাদত হোসেনের ব্যাটিং অনুশীলন? নাকি বল হাতে যে দুঃস্বপ্নের জন্ম দিয়েছিলেন এশিয়া কাপে তাই ভুলতে হাতে নিলেন ব্যাট?

রোববার দুপুরের তপ্ত রোদে হঠাৎ ব্যাট হাতে মিরপুরের একাডেমি মাঠে নেমে পড়লেন এবাদত। প্রথমে দেখে বোঝার উপায় ছিল না ব্যাট হাতে নেমেছেন এবাদত। তবে ক্যামেরার লেন্সে কিছুক্ষণ পরই পরিষ্কার হলো ব্যাট করছেন পেসার এবাদত। অবশ্য ব্যাটিং করবেন না কেন, আন্তর্জাতিক ক্রিকেটে এবাদতের ব্যাটিং গড়ও যে খুবই নাজুক! এ সমস্যা সমাধানের জন্যই হয়তো এই পেসারের এমন অনুশীলন।

মিনিট ৩০ ব্যাটিং অনুশীলনের সময় এবাদত প্রতিটি বলই সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছেন। ধারণা করা হচ্ছে টেস্ট ক্রিকেটে টেলএন্ডার ব্যাটার হিসেবে টিকে থাকতেই এমন ব্যাটিং এপ্রোচ এই পেসারের। কখনো বল ফ্লিক খেলেছেন আবার কখনো বা কব্জির মোচড়ে ঘুরিয়ে দিয়েছেন বলকে। বলায় যায় বেশ ভালো একটা ব্যাটিং সেশনই করেছেন এবাদত।

ব্যাটিং করার আগে এদিন এবাদত বল হাতেও ঝালিয়ে নিয়েছেন নিজেকে। যদিও এই পেসারকে এ দিন সব চেয়ে বেশি ইয়র্কারই দিতে দেখা গেছে। নেটে ব্যাটার ইয়াসির রাব্বিকে বল হাতে বেশ ভালোই সামলেছেন সিলেটের এই পেসার।

অনুশীলনে আজ হঠাৎ করেই ব্যাট হাতে অনুশীলন করার কারণ অবশ্য ঢাকা পোস্টকে জানিয়েছেন এবাদত হোসেন। তিনি বলেন, ‘দেখুন আমিও দলের একজন খেলোয়াড়, ব্যাট হাতে ব্যাটিং অনুশীলন করাও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে, সে কারণেই অনুশীলন করছি।’

এবাদতের বোলিং অনুশীলনে আজ দেখা গিয়েছে ইয়র্কার ছড়াছড়ি। ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপের আগে এই পেসার নতুন করে ইয়র্কার বলে শান দিচ্ছেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘না তেমন কিছু না, আমি তো ইয়র্কার দিতে পারি, সেটাকে আরো বেশি করে আয়ত্ত করার জন্যই অনুশীলনে চেষ্টা করছি।’

এদিকে মিরপুরের ইনডোরে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে সঙ্গে নিয়ে ব্যাটিং অনুশীলন করেছেন ইনজুরি থেকে ফেরা উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। নেটে সোহানের ব্যাটিং দেখে বলায় যায় বেশ সাবলীলভাবেই আছেন তিনি। জানা গেছে আগামীকাল সোমবার শ্রীরামের ক্লাসে যোগ দিচ্ছেন এই ব্যাটার।