চলতি মাসের ১৪ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। একে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত এই ১৫ সদস্যের দলে নিয়মিত সব খেলোয়াড়ই আছেন, নেই কোন চমক। বরাবরের মত অধিনায়কের দায়িত্বে আছেন উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। এছাড়া জাহানারা আলম, সালমা খাতুনরা রয়েছেন ১৫ সদস্যের দলে।
বাছাই পর্ব খেলার আগে বাংলাদেশ মহিলা দল ৮ সেপ্টেম্বরে আবুধাবিতে একটি প্রি-ইভেন্ট কন্ডিশনিং ক্যাম্পে যাবে। যা শেষ হবে ১৩ সেপ্টেম্বরে।
এরপর বাংলাদেশ নামবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে। আগামী ১৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন নিগাররা। এরপরের দিনই স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দলটি। বাংলাদেশ নিজেদের প্রতিটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
বাংলাদেশ দলের স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারাজানা আক্তার পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, সালমা খাতুন, লতা মণ্ডল, সাবানা মুসতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।