ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে দেশ দুটির বড় ক্রিকেট আসর আইপিএল আর পিএসএলে। বৃহস্পতিবার আইপিএলে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে একটি ম্যাচ। পিএসএলেরও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
এর মধ্যে বড় একটি সিদ্ধান্ত নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি। চলমান পিএসএলের বাকি আটটি ম্যাচ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্থানান্তর করার ঘোষণা দিয়েছে পিসিবি।
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে নিরাপত্তা উদ্বেগকে উল্লেখ করেছে পিসিবি। সম্প্রতি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছাকাছি ড্রোন শনাক্ত হওয়ার ঘটনাটি পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে। পিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক, পিসিবি চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির মধ্যে একাধিক আলোচনার পর।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রী ইশাক দার জানান, পাকিস্তানের সেনাবাহিনী রাওয়ালপিন্ডির আশেপাশে ২৮টি ভারতীয় ড্রোন আটক করেছে, যার একটি স্টেডিয়ামের খুব কাছে ছিল। তিনি অভিযোগ করেন, এগুলো দেশীয় ও বিদেশি ক্রিকেটারদের লক্ষ্য করে “সচেতন হামলার অংশ” ছিল।
এই ঘটনার কারণে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়।
উল্লেখ্য, চলতি পিএসএলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ৩৭ জন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করছেন। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে পিসিবি নিশ্চিত করেছে যে, এখন থেকে টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।