স্পোর্টস ডেস্ক: কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রথম উঠেছিলেন কোকো গাউফ। আশা জাগিয়েছিলেন অবিশ্বাস্য কিছু করার। তবে তাকে সে সুযোগ একবারেই দেননি ইগা শোয়ানতেক। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী টেনিস সেনসেশন কোকোকে ৬-১,৬-৩ ব্যবধানে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করেছেন তিনি।

এই জয়ের আগে নিজের একমাত্র গ্র্যান্ডস্লাম জয়ও এসেছে রোলাঁ গাঁরোতেই, তাই ফাইনালের আগে কাগজে-কলমে প্রতিপক্ষের চেয়ে অনেকটা এগিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা শোয়ানতেক। শেষ পর্যন্ত ফাইনাল জয় করে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয় করেন তিনি।

শিরোপা জয়ের মধ্য দিয়ে টানা ৩৫ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন শোয়ানতেক। স্পর্শ করলেন ২০০০ সালে ভেনাস উইলিয়ামসের সবচেয়ে বেশি টানা অপরাজেয় রেকর্ড। ম্যাচ শেষে উচ্ছ্বসিত কণ্ঠে শোয়ানতেক ধন্যবাদ জানান সমর্থকদের, ‘দুই বছর আগে এই শিরোপা জিততে পারা ছিল অসাধারণ কিছু। আর এবার, আমার মনে হয় এখানে পৌঁছাতে বেশি পরিশ্রম করেছি। পথটা খুব কঠিন ছিল, চাপ ছিল অনেক।’