যৌন নিপীড়নের অভিযোগে সাড়ে ৪ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করে জয়ী হয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা দানি আলভেজ। শুক্রবার স্প্যানিশ একটি আদালত আগের রায় বাতিল ঘোষণা করেন।​

২০২২ সালের ডিসেম্বরে স্পেনের নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয় আলভেজকে। ওই মামলায় ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল তারকাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন স্পেনের একটি আদালত।

 

যথারীতি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আলভেজ। এরপর রায়ের অপেক্ষায় থাকা সাবেক বার্সেলোনা তারকাকে ২০২৪ সালের মার্চে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।​

 

শুক্রবার উচ্চতর আদালত রায় দিয়ে বলেছেন, অপরাধের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ না থাকায় সাজা বাতিল করা হয়েছে।