ভারতের জন্য ম্যাচটা আরও সহজ হতে পারতো। ৮.৩ ওভারে মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে টাইগাররা শেষ পর্যন্ত তুলেছে ২২৮।

এই যে সম্মানজনক একটা পুঁজি পর্যন্ত যাওয়া, তার পেছনে আসল অবদান জাকের আলী আর তাওহিদ হৃদয়ের লড়াকু জুটি। ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন তারা, যা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেই এই উইকেটে সবচেয়ে বড় জুটি।

 

তাওহিদ হৃদয় চোটে পড়লেও খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। জাকের আলী করেন ৬৮।

ম্যাচ শেষে এই জুটির আলাদা করে প্রশংসা করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে বড় জুটি গড়ার জন্য।’

 

রোহিত জানালেন, উইকেট মোটামুটি কঠিন ছিল। তবে তার দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। ভারতীয় দলপতির কথা, ‘খুব বেশি ঘাস ছিল না, আমরা জানতাম উইকেট মন্থর হবে। সেভাবেই খেলেছি। আমার মনে হয়, আমরা কন্ডিশনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই।’