চ্যাম্পিয়নস ট্রফির দামামা বাজতে আর ১২ দিন বাকি। তাতে ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। সারা বিশ্বে টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা এখনো তেমন শুরু না হলেও পাকিস্তানে শুরু হয়েছে।
সেই উন্মাদনার মাত্রা বাড়িয়ে দিয়েছে আইসিসি।
আতিফ আসলামের মতো থিম সংয়ের প্রযোজক ও গীতিকারও পাকিস্তানি। আব্দুল্লাহ সিদ্দিকীর প্রযোজনায় গানটি লিখেছেন আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ। থিম সংয়ের অংশ হতে পেরে খুশি গায়ক আতিফ আসিলাম। তিনি বলেছেন, ‘আমার খুবই পছন্দের খেলা ক্রিকেট এবং ছোটবেলায় ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখছিলাম।
টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান হলেও তাদের সঙ্গী হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারত পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় পরে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি। টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি শুরু হবে। আর ৯ মার্চ ফাইনাল হবে।