অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রথম সেমিফাইনালে মঙ্গলবার সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে লামিনে ইয়ামাল ও গাভির গোলে ২-০ ব্যবধানে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। এ জয়ে ফ্লিকের অধীনে বড় কোনো ট্রফি জয়ের ৯০ মিনিটের দূরত্বে আছে কাতালান ক্লাবটি।
জয়ের আগে আরো একটি সুখবর পায় বার্সেলোনা।
ওলমোর জায়গায় খেলতে নেমে দারুণ পারম্যান্স করেন গাভি।
১৭ মিনিটে আলহান্দ্রো বালদের ক্রস থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন গাভি। টি ছিল তার এক বছরের ইনজুরি পরবর্তী প্রথম গোল।
আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ১৩ জানুয়ারির ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে এই ম্যাচের জয়ী দল।