২৩ ডিসেম্বর ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের এবারের আসরের উদ্ধোধনী অনুষ্ঠান। যেখানে পারফরম করেছেন রাহাত ফাতেহ আলী খান। রাজধানী ঢাকার পর আজ সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্টের দ্বিতীয় পর্ব। যেখানে শো স্টপার হিসেবে পারফর্ম করবে দেশের শীর্ষ ব্যান্ড তারকা জেমস।
বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্বটি হবে আজ ২৫ ডিসেম্বর বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে। এ পর্বের প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন নগর বাউল জেমস। তাঁর সঙ্গে থাকবেন আসিফ আকবর, মুজা, সঞ্জয় ও তোশিবা।
‘বিপিএল টি২০ মিউজিক ফেস্ট ২০২৫’ কনসার্ট নিয়ে জেমসের ভাষ্য, তারুণ্যের উৎসব বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রত্যয় নিয়ে বিসিবির এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। তাই আজ গানে গানে জাগিয়ে দেওয়া হবে তারুণ্যের উচ্ছ্বাস।
শিল্পী আসিফ আকবর বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমার যোগসূত্র গড়ে কৈশোরে। তাই সংগীতের মতো ক্রিকেটও আমার জীবনে নানাভাবে প্রভাবিত করেছে। এই দুটি বিষয় এক করেই আমার পথচলা।
বিসিবিপ্রধান ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলেএর আগমনী বার্তা সর্বস্তরে ছড়িয়ে দিতে এই বর্ণাঢ্য সংগীত উৎসবের আয়োজন। মধুমতি ব্যাংকের সৌজন্যে বর্ণাঢ্য তিনটি কনসার্টের মধ্য দিয়ে বিপিএলের এবারের আসরকে আরও প্রাণবন্ত করে তুলতে বিসিবি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।