বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অধীনে থাকা বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটি গতকাল রাতে হ্যাক হয়েছে। উদ্ধার চেষ্টা চললেও এখনো তা হ্যাকারদের অধীনেই রয়েছে।
বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুতই পেজ ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
গতকাল রাত থেকে বাফুফের পেজে বিভিন্ন সিনেমার ছোট ছোট ভিডিও আপলোড দিতে থাকে হ্যাকাররা। রাত থেকেই এই পেজ উদ্ধারের কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি। বাফুফ এর পক্ষ থেকে আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটিতে ৫ লাখের বেশি লাইক এবং ৭ লাখের বেশি ফলোয়ার রয়েছে।