প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৭২ রান তোলে ভারত। শূন্য রানে প্রথম ইনিংসে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৯০ রানে অপরাজিত আছেন যশস্বী জয়সওয়াল। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন জয়সওয়াল।
৯০ রানের ইনিংসে জয়সওয়াল ২টি ছক্কা মেরেছেন।
এত দিন এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরে গড়েছিলেন এই রেকর্ড।
২৬টি ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ ছয় মারা ব্যাটসম্যান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ২২টি করে ছক্কা আছে অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট (২০০৫ সালে), ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের (২০০৮ সালে)।